পাগলি টা,
কেমন আছো কথাটার সঠিক জবাব তুমি আজও আমায় দাও নি, উত্তর যে আমার জানা।
কিছু বলার নেই, আমার শূন্য দৃষ্টিতে তোমার চোখ ভেসে ওঠে প্রতিনিয়ত। আমি ভালই আছি, কেবল ঘুম নেই চোখ দুটোতে, রাত শেষে দৃষ্টিতে তোমায় নিয়ে ভোরের আলো দেখে চোখ দুটো। তোমার চোখে চোখ রেখে রাত কাটে আমার, আমি কী খারাপ থাকতে পারি? কষ্ট তো হয় না আমার। সবই তো বুঝো, তবুও কিছু বলার নেই তোমার। না বলা ভাষাগুলো জমে জমে পাহাড় হয়ে আছে লেখিকা আর অস্বীকৃত কবির মাঝে।
তোমার প্রিও কাঁচের চুড়ি নিয়ে দারিয়ে থাকা কবি কী ভেসে ওঠে না?? তোমার দৃষ্টি শুণ্য সময়ে। জানি আমিও ভাসি তোমার চোখে। তবুও তুমি চুপ কেন?
প্রকাশ করা যায় না?? এতে কী ভালো থাকো তুমি??
হাজার হাজার প্রশ্ন যমে আছে আমার ভিতরে, মেঘের মতো ভাসে আমার আকাশে।
আর কিছু বলার নেই।
ভালো থেকো পরী,
এটুকুই চাওয়া,
জানি হবে না আর
তোমায় কাছে পাওয়া,
আমার কালো রাতে
চাঁদ হয়েই দূরে থেকো তুমি,
তোমার আলোয় আলোয়
সাদা-কালোয় রাঙিয়ো উঠবো আমি,
আমার রাত জাগায় মিশে থেকো তুমি,
জরিয়ে থেকো আমায়,
কালো আঁধার এর মতো,
আমি তো তামাক সেবন করি না,
সেবন করি তোমায়,
তুমিতো ধোঁয়ায় ধোঁয়ায় চুম্বন আঁকো
আমার কালো ঠোটে।
চিঠি লিখতে লিখতে কবিতা লিখে ফেলেছি,
তুমি আমার কবিতা হয়েই থেকো।
আর লিখব না, খুব শীত করছে,
ভালোবাসা নিও।
ইতি,
তোমার পাগল
টা।
............হিমু।
এস এম খায়রুল বাশার
No comments:
Post a Comment