"কুয়াশা"
ভোরের আলোয়
কুয়াশায় মোরা
আমার সুপ্ত ভালোবাসা
জেগে জেগে রয়,
কোন সে মন মহুয়ার আশায়,,
স্বপ্ন ভাষায় আঁখি পল্লবে,,
আকাশে আকাশে
উড়ে বেড়ায় মন
শংচিল এর বেশে,
বুঝিনা কোন সে মহুয়ার
মনে গাঁথে; মন আমার।
বোঝেনা মন;
আজ চান্চল্য আমি টা,
উড়ে বেড়ায় রঙিন
হাওয়ায় হাওয়ায়,
সঙ্গ চায় মন সেই
বেদনময়ী রমনীর,
উষ্ণতার তারনায়
আকুল হয়ে খুঁজে বেড়ায়
ডানা কাটা পরীময়
সেই ময়াবতীকে।
ভোরের আলোয়,
গৌধূলীর লাল স্পর্শে
কিংবা বিরক্তির মধ্য দুপূর এ......
খুঁজে যায়........
শুধু খুঁজে যায়.....
কী-জানি কী যে চায়.....
মন আমার....
একেলাপান কাটিয়া
উঠিতে চায় আজ..
আর ভালো লাগে না
একা একেলা....
কবে যে বিকেল হবে রঙিন;
দুপূর হবে রোদেলা।
কবে যে গাইবে পাখি;
কৃষ্ণচূঁড়ার লাল ফুলে ফুলে...
কবে যে বইবে সুখের হাওয়া
আমার নীল আকাশে আকাশে.....
ভোরের আলোয়,
কুয়াশায় মোরা রঙিন
ভালোবাসা আমার
আজও স্থীর হইয়া
বসিয়া থাকে,
সেই মন মহুয়ার
আশায় আশায়।
ভাসায় স্বপ্ন
আঁখি জুগলের
পল্লবে পল্লবে।
......""""""'.......
২৮/১১/২০১৭ইং(কল্প কাব্য-০৩)
লেখা: এস এম খায়রুল বাশার।(হিমু)
No comments:
Post a Comment