"সস্তা লাইন"
-------------------
গোপন পৃথিবীতে আমি
সন্ধ্যা নামিয়ে বসে থাকি,
তবুও কপাল ঘরে ফেরে নি!
অতঃপর ঘনিয়ে এলে সন্ধ্যা
ঘর ছাড়িয়া বাহির হইয়া
হুমায়ুনের মতো জোঁসনা
ধরিতে যাই....
তবুও চঁন্দ্রিকা কাছে আসে নি!
শীরোনামহীনের "বন্ধ জানালা",
আমি দরজা খোলা রেখেছি
তবুও নিশীথিনী ঘরে ফেরে নি!
চার দেয়ালে আঁকা স্বপ্নেরা
কালো পিশাচের মতো
হত্যাযগ্যে মেতে ওঠে...
ঠিক বুক পকেটের নিচে,
এক মাংস গভীরতায়!
তবুও মন ভাঙি নি..
না হয় শেষমেশ আমি
আঁধারেই রয়ে গেলাম,
সেই মহাকালের আশায় আশায়!
জাগতিক মিছে মায়া শেষে
যেদিন আমি তোমাদের
অদৃশ্যে বিদায় জানাবো,
তবুও আমি জানিনা...
সস্তা শব্দের গভীরতায়
পৃথিবী আমাকে কতদিন
বাঁচিয়ে রাখবে..!
অতঃপর আবারো সন্ধ্যা নামিয়ে
পৃথিবী অন্ধকার হয়ে যাবে
বন্ধ জানালা খুলে যাবে;
জোঁসনার আলোয় আলোয়!
শেষমেশ সস্তা লাইনের ভিরে-
কপালের ঘরে ফেরা....
সেদিন আমি কোথাও নেই!!
No comments:
Post a Comment