Friday, November 17, 2017

কাল্পনিক চিলেকোঠা

প্রিয়তমা প্রেয়সী,

জানি কখনই তুমি ভালো থাকো না।"ভালো আছ পরী?" প্রশ্নটা করতে দ্বিধা জাগে মনে,কেননা তুমিতো অভিনয় করো ভালো থাকার,আর আমায় খুশি রাখার। তবুও বলি ;ভালো আছো পরী?
সবসময় আশা করি ভালো আছো।

মনে মনে ভীষণ ভালোবাসা যমে থাকে তোমায় দিব বলে, তা তো তোমার কাছে গ্রহনীয় নয়।তুমিতো উড়িয়ে দাও আমার মায়াগুলোকে। ভালোবাসা গুলো বেড়ায় উড়ে উড়ে,ধোঁয়ায়- ধোঁয়ায়, আমার কালো ঠোটে। তবুও তোমায় ভালোবাসি..... কাছে আসি বার বার, আছরে পরি তোমার দরজায়,হৃদয় জ্বলে পুড়ে মরে;সে আজ পাথর। জানো পরি? তোমার পাগল টা অভিনয় করতে শিখে গেছে, তুমি দেখলে এওয়ার্ড দিতে চাইবে।
যাক গে, বাদ দাও ওসব কথা।
আমি ভালই আছি, তুমি তো সবসময় আমার পাশে কল্পনায়।খারাপ থাকি কী করে বলো??

যানো পরী?  আমাদের অপূর্ব সারাহ্মন কাঁদে, আম্মু আম্মু বলে চেঁচামেচি করে। আমায় বলে কী! "আব্বু তুমি পঁচা,আম্মু অনেক ভালো"
সারাহ্মন তোমার কথা বলে সারা বাড়ি তোলপার করে তোলে, তোমার কাছে যেতে চায়। তোমার গান শুনিয়ে শুনিয়ে ওকে ঘুম পারিয়ে দিই আমি।
বেলকনিতে তোমার লাগানো সেই গোলাপ চারায় ফুল ধরেছে, অপূর্ব তো আমায় ধরতেই দেয় না। বলে কী! "আমার আম্মুর ফুলে হাত দিবে না তুমি"। হ্যা আজকাল শাসনও করে আমায়, ঠিক তোমার মতো। ঠিকমত ঘুমাই না কেন? খাই না কেন?
আর সিগারেট খেলে তো রেহাই নেই আমার।আরও কত কি.................... এভাবেই চলছে দিনকাল, বাপ-ছেলে খুনসুটিতে।

আচ্ছা.... তুমি কী এখনও আকাশ দেখো? বৃষ্টি হলে আমার কথা কী ভাবো? তোমার জন্য কাঁচের চুরি কিনেছি, তোমার তো খুব পছন্দ।আকাশের দিকে তাকিয়ে তোমায় ভেবে যাই সারাহ্মন...এই বুঝি তুমি আসবে বলে...... বৃষ্টি হলে শ্রাবণ ঢলে মেলে ধরি নিজেকে, তোমায় নিয়ে ভিজি সারাহ্মন। বৃষ্টি শেষ এ দেখি তুমি নেই............ এভাবেই যন্ত্রণাযাপণেই কেটে যায় আমার সময়। তবুও মন আশায় আশায় তোমায় ভাবায়...তুমি আসবে বলে।

আচ্ছা পরী, তুমি কী বাবার সাথে এখনও রাগ করো? অভিমান করো বাবার সাথে? করবে না, বলে দিলাম।
"প্রতিটি মেয়েই তার বাবার কাছে রাজকণ্যা" ঠিকমতো খাওয়া দাওয়া করবে, নিজের যত্ন নিবে আর সময়মতো ঔষধ খাবে। পাকামো করবেনা বলে দিলাম। আর রোজ চিঠি লিখবে। আমায় না লিখলেও তোমার অপূর্বকে চিঠি লিখ। ওকে আমি পড়ে শুনাবো। হ্যা..!!.আমার জন্যও লিখ,,,  আমিতো তোমার আশায় বুক বেধেছি।
আর মরছি যন্ত্রণায়.......
তবুও তোমাকে ভালোবাসি।
ভালো থেকো পরী.....

আজ আর নয়,এটুকুই থাক। বাবা-মা কে আমার ছালাম দিও। সাদিয়াকে আমার স্নেহ দিও।আর তোমায় দিও আমার ভালোবাসা।
উত্তরের অপেহ্মায় রইলাম।
 
          ইতি
তোমার পাগল টা।
১৮.১১.১৭ইং

No comments:

Post a Comment