Thursday, November 16, 2017

অনুভূতির বাণী

আমরা অনেক বড় হইছি বাজান,
কথাটা মনে রাখবা।
আবেগ এর বয়সটা শেষ।
বাস্তববাদী হওয়ার সময় এখন।
ছোটবেলায় মন খারাপ থাকলে
কার্টুন দেখেই মন ভালো হয়া যাইতো।
এখন তো বড় হইছি আমরা।
কিছু কষ্ট সবার লাইফ এ থাকেই,
আমারও আছে, তোমারও আছে, তাদেরও আছে।
যা আমরা শেয়ার করতে পারি না।
সহ্য করেই যেতে হয় কষ্টগুলো।
এডযাস্ট হয়ে যায় একসময়।
We are Rock hearted man.
mind it for all the time.
কেউ আমার গায়ে ধারালো কাঁচের টুকরো দিয়ে ঢিল ছুরলে কাঁচটাই ভেঙে যাবে।
আমার মনটা তো পাথর।
বাজান, মনটা পাথর বানায় ফালাও।
নিজেকে পাহাড় এর মতো ভাবো।
শত কষ্ট,দুঃখ,যন্ত্রনা কে উপেহ্মা করে তোমায় দাড়াতে হবে মাথা উুচু করে,,,,, ঠিক ঐ নীল পাহাড় এর মতো।
কষ্ট গুলো না হয় যমে থাকুক,
আল্লাহ আছে, তার উপর আস্থা হারায়ও না।
আমাদেরও সুদিন আসবে একদিন।
তরে সমবেদনা জানানোর ভাষা আমার আছে কী না জানি না।
সেমপ্যাথি দেখাইতে হয় না।
সেমপ্যাথিটা ভালো জিনিস না।
চরম বাস্ববতার মুখোমুখি নিজেকে টিকিয়ে রাখার মতো কিছু বানী শুনাইলাম তরে।
যুদ্ধ করেই বাচতে হয় বাজান।
love u........
I'm always with u.

4 comments: