তুমি কী তা দেখো??"
রাত যখন গভীর হয়,
কিংবা কোন এক সন্ধায়
যখন আলো হ্মীন হয়ে আসে.....
চারিদিকে অন্ধকার এর রাজত্ব,
আর ধোঁয়ায় ধোয়া,
কালো কালো ঠোট গুলোতে...
একটার পর একটা
তামাক পাতার ধোয়া,
উড়ে উড়ে যেন আকাশ ছুতে চায়,
আমি তো ধোঁয়ায় ধোয়া দেখি না,
দেখি মায়াবতীর বীশ্রী রূপ
আর প্রেমিক এর নিষ্পাপ ভালোবাস
নিঃশব্দে কীভাবে আকাশ ছোয়
কালো ধোঁয়ার বেশে,
হুম দিন শেষে
রাত এর কোলে মুখ লুকায়
শত পাপীষ্ট আত্মারা,,,
শোনায় তাদের ক্রন্দন
আর বেদনার দেওয়া
নিস্তব্ধ দ্বংসন,,,,,
আরো শুনি আর্তনাদ
অসহায় প্রেমিক এর।
আরো দেখি অন্ধকারকে
তাদের আপন করে নেয়া,
রাত শেষ এ কীভাবে তারা
অভিনয়ে মেতে ওঠে
ভালো থাকার,হাসিমুখ এর,
চোখ এড়িয়ে যেতে পারে না,
আমি তো সব দেখি,
আমি তো মহাপাপী।
১৮.১১.১৭ইং(রাত ১২ টা ৫২ মিনিট)
(নিঃস্বব্দের আর্তনাদ)
No comments:
Post a Comment