প্রিয়তমা প্রেয়সী,
জানি কখনই তুমি ভালো থাকো না।"ভালো আছ পরী?" প্রশ্নটা করতে দ্বিধা জাগে মনে,কেননা তুমিতো অভিনয় করো ভালো থাকার,আর আমায় খুশি রাখার। তবুও বলি ;ভালো আছো পরী?
সবসময় আশা করি ভালো আছো।
মনে মনে ভীষণ ভালোবাসা যমে থাকে তোমায় দিব বলে, তা তো তোমার কাছে গ্রহনীয় নয়।তুমিতো উড়িয়ে দাও আমার মায়াগুলোকে। ভালোবাসা গুলো বেড়ায় উড়ে উড়ে,ধোঁয়ায়- ধোঁয়ায়, আমার কালো ঠোটে। তবুও তোমায় ভালোবাসি..... কাছে আসি বার বার, আছরে পরি তোমার দরজায়,হৃদয় জ্বলে পুড়ে মরে;সে আজ পাথর। জানো পরি? তোমার পাগল টা অভিনয় করতে শিখে গেছে, তুমি দেখলে এওয়ার্ড দিতে চাইবে।
যাক গে, বাদ দাও ওসব কথা।
আমি ভালই আছি, তুমি তো সবসময় আমার পাশে কল্পনায়।খারাপ থাকি কী করে বলো??
যানো পরী? আমাদের অপূর্ব সারাহ্মন কাঁদে, আম্মু আম্মু বলে চেঁচামেচি করে। আমায় বলে কী! "আব্বু তুমি পঁচা,আম্মু অনেক ভালো"
সারাহ্মন তোমার কথা বলে সারা বাড়ি তোলপার করে তোলে, তোমার কাছে যেতে চায়। তোমার গান শুনিয়ে শুনিয়ে ওকে ঘুম পারিয়ে দিই আমি।
বেলকনিতে তোমার লাগানো সেই গোলাপ চারায় ফুল ধরেছে, অপূর্ব তো আমায় ধরতেই দেয় না। বলে কী! "আমার আম্মুর ফুলে হাত দিবে না তুমি"। হ্যা আজকাল শাসনও করে আমায়, ঠিক তোমার মতো। ঠিকমত ঘুমাই না কেন? খাই না কেন?
আর সিগারেট খেলে তো রেহাই নেই আমার।আরও কত কি.................... এভাবেই চলছে দিনকাল, বাপ-ছেলে খুনসুটিতে।
আচ্ছা.... তুমি কী এখনও আকাশ দেখো? বৃষ্টি হলে আমার কথা কী ভাবো? তোমার জন্য কাঁচের চুরি কিনেছি, তোমার তো খুব পছন্দ।আকাশের দিকে তাকিয়ে তোমায় ভেবে যাই সারাহ্মন...এই বুঝি তুমি আসবে বলে...... বৃষ্টি হলে শ্রাবণ ঢলে মেলে ধরি নিজেকে, তোমায় নিয়ে ভিজি সারাহ্মন। বৃষ্টি শেষ এ দেখি তুমি নেই............ এভাবেই যন্ত্রণাযাপণেই কেটে যায় আমার সময়। তবুও মন আশায় আশায় তোমায় ভাবায়...তুমি আসবে বলে।
আচ্ছা পরী, তুমি কী বাবার সাথে এখনও রাগ করো? অভিমান করো বাবার সাথে? করবে না, বলে দিলাম।
"প্রতিটি মেয়েই তার বাবার কাছে রাজকণ্যা" ঠিকমতো খাওয়া দাওয়া করবে, নিজের যত্ন নিবে আর সময়মতো ঔষধ খাবে। পাকামো করবেনা বলে দিলাম। আর রোজ চিঠি লিখবে। আমায় না লিখলেও তোমার অপূর্বকে চিঠি লিখ। ওকে আমি পড়ে শুনাবো। হ্যা..!!.আমার জন্যও লিখ,,, আমিতো তোমার আশায় বুক বেধেছি।
আর মরছি যন্ত্রণায়.......
তবুও তোমাকে ভালোবাসি।
ভালো থেকো পরী.....
আজ আর নয়,এটুকুই থাক। বাবা-মা কে আমার ছালাম দিও। সাদিয়াকে আমার স্নেহ দিও।আর তোমায় দিও আমার ভালোবাসা।
উত্তরের অপেহ্মায় রইলাম।
ইতি
তোমার পাগল টা।
১৮.১১.১৭ইং
Friday, November 17, 2017
হীন
"আমি যা দেখি,
তুমি কী তা দেখো??"
রাত যখন গভীর হয়,
কিংবা কোন এক সন্ধায়
যখন আলো হ্মীন হয়ে আসে.....
চারিদিকে অন্ধকার এর রাজত্ব,
আর ধোঁয়ায় ধোয়া,
কালো কালো ঠোট গুলোতে...
একটার পর একটা
তামাক পাতার ধোয়া,
উড়ে উড়ে যেন আকাশ ছুতে চায়,
আমি তো ধোঁয়ায় ধোয়া দেখি না,
দেখি মায়াবতীর বীশ্রী রূপ
আর প্রেমিক এর নিষ্পাপ ভালোবাস
নিঃশব্দে কীভাবে আকাশ ছোয়
কালো ধোঁয়ার বেশে,
হুম দিন শেষে
রাত এর কোলে মুখ লুকায়
শত পাপীষ্ট আত্মারা,,,
শোনায় তাদের ক্রন্দন
আর বেদনার দেওয়া
নিস্তব্ধ দ্বংসন,,,,,
আরো শুনি আর্তনাদ
অসহায় প্রেমিক এর।
আরো দেখি অন্ধকারকে
তাদের আপন করে নেয়া,
রাত শেষ এ কীভাবে তারা
অভিনয়ে মেতে ওঠে
ভালো থাকার,হাসিমুখ এর,
চোখ এড়িয়ে যেতে পারে না,
আমি তো সব দেখি,
আমি তো মহাপাপী।
১৮.১১.১৭ইং(রাত ১২ টা ৫২ মিনিট)
(নিঃস্বব্দের আর্তনাদ)
Thursday, November 16, 2017
অনুভূতির বাণী
আমরা অনেক বড় হইছি বাজান,
কথাটা মনে রাখবা।
আবেগ এর বয়সটা শেষ।
বাস্তববাদী হওয়ার সময় এখন।
ছোটবেলায় মন খারাপ থাকলে
কার্টুন দেখেই মন ভালো হয়া যাইতো।
এখন তো বড় হইছি আমরা।
কিছু কষ্ট সবার লাইফ এ থাকেই,
আমারও আছে, তোমারও আছে, তাদেরও আছে।
যা আমরা শেয়ার করতে পারি না।
সহ্য করেই যেতে হয় কষ্টগুলো।
এডযাস্ট হয়ে যায় একসময়।
We are Rock hearted man.
mind it for all the time.
কেউ আমার গায়ে ধারালো কাঁচের টুকরো দিয়ে ঢিল ছুরলে কাঁচটাই ভেঙে যাবে।
আমার মনটা তো পাথর।
বাজান, মনটা পাথর বানায় ফালাও।
নিজেকে পাহাড় এর মতো ভাবো।
শত কষ্ট,দুঃখ,যন্ত্রনা কে উপেহ্মা করে তোমায় দাড়াতে হবে মাথা উুচু করে,,,,, ঠিক ঐ নীল পাহাড় এর মতো।
কষ্ট গুলো না হয় যমে থাকুক,
আল্লাহ আছে, তার উপর আস্থা হারায়ও না।
আমাদেরও সুদিন আসবে একদিন।
তরে সমবেদনা জানানোর ভাষা আমার আছে কী না জানি না।
সেমপ্যাথি দেখাইতে হয় না।
সেমপ্যাথিটা ভালো জিনিস না।
চরম বাস্ববতার মুখোমুখি নিজেকে টিকিয়ে রাখার মতো কিছু বানী শুনাইলাম তরে।
যুদ্ধ করেই বাচতে হয় বাজান।
love u........
I'm always with u.
কথাটা মনে রাখবা।
আবেগ এর বয়সটা শেষ।
বাস্তববাদী হওয়ার সময় এখন।
ছোটবেলায় মন খারাপ থাকলে
কার্টুন দেখেই মন ভালো হয়া যাইতো।
এখন তো বড় হইছি আমরা।
কিছু কষ্ট সবার লাইফ এ থাকেই,
আমারও আছে, তোমারও আছে, তাদেরও আছে।
যা আমরা শেয়ার করতে পারি না।
সহ্য করেই যেতে হয় কষ্টগুলো।
এডযাস্ট হয়ে যায় একসময়।
We are Rock hearted man.
mind it for all the time.
কেউ আমার গায়ে ধারালো কাঁচের টুকরো দিয়ে ঢিল ছুরলে কাঁচটাই ভেঙে যাবে।
আমার মনটা তো পাথর।
বাজান, মনটা পাথর বানায় ফালাও।
নিজেকে পাহাড় এর মতো ভাবো।
শত কষ্ট,দুঃখ,যন্ত্রনা কে উপেহ্মা করে তোমায় দাড়াতে হবে মাথা উুচু করে,,,,, ঠিক ঐ নীল পাহাড় এর মতো।
কষ্ট গুলো না হয় যমে থাকুক,
আল্লাহ আছে, তার উপর আস্থা হারায়ও না।
আমাদেরও সুদিন আসবে একদিন।
তরে সমবেদনা জানানোর ভাষা আমার আছে কী না জানি না।
সেমপ্যাথি দেখাইতে হয় না।
সেমপ্যাথিটা ভালো জিনিস না।
চরম বাস্ববতার মুখোমুখি নিজেকে টিকিয়ে রাখার মতো কিছু বানী শুনাইলাম তরে।
যুদ্ধ করেই বাচতে হয় বাজান।
love u........
I'm always with u.
Wednesday, November 15, 2017
Feeling happy
অনেক'তো লেখালোখি হলো ফেসবুকে,এবার একটা ব্লগ চাই।অক্লান্ত পরিশ্রম আর চেষ্টার ফলে অবশেষে তৈরি করে ফেললাম আমার নিজস্ব একটা ব্লগ 😊। কারও কোন হেল্প নিই নি,ব্লগটা তৈরি করতে।শুধু ইউটিউব এ একটা টিউটোরিয়াল দেখেছিলাম। তারপর ঘাটাঘাটি করে নিজেই তৈরি করলাম ব্লগটা। দোয়া করবেন সবাই, লেখালেখি যেন চালিয়ে যেতে পারি।
-বাসার/হিমু
১৬.১১.১৭ইং।ভোর ৪ টা।
Subscribe to:
Posts (Atom)
-
"সস্তা লাইন" ------------------- গোপন পৃথিবীতে আমি সন্ধ্যা নামিয়ে বসে থাকি, তবুও কপাল ঘরে ফেরে নি! অতঃপর ঘনিয়ে এলে সন্ধ্য...
-
"শব্দচাষ" -------------- দিবালোক যখন সন্ধ্যা-আকাশে লীন, অতঃপর তারাদের ভীরে সন্ধ্যা লুকায়! চারিদিক কোমল নিরবতা- কালো ঠোট ...
-
"কুয়াশা" ভোরের আলোয় কুয়াশায় মোরা আমার সুপ্ত ভালোবাসা জেগে জেগে রয়, কোন সে মন মহুয়ার আশায়,, স্বপ্ন ভাষায় আঁখি পল্লবে,, আকা...