পরী টা,
নিঝুম রাত, মনটা অজানার পথে নিশ্চল, ঘুম নেই, জেগে আছি... নিয়ে তোমায়,চোখের পাতায় পাতায়।
হ্যা তোমার কথাই ভাবছি এখন, তুমি নিশ্চয় ঘুমচ্ছ এখন। কি নিষ্পাপ মুখখানি তোমার!
তোমার ছিন্নভিন্ন,জমাট বাধা অভিমান গুলোকে জমতে
দিও না, আমি দিনের পর দিন, মাসের পর মাস প্রতিক্ষায় থাকি, কবে তোমার অভিমানগুলো আমায় উজার করবে।
তুমি বরং সাদা মেঘের মতো ঐ নিঃসঙ্গ আকাশ এর বুকে ঠাই হও,,, আকাশ এর বুকে অনেকটা উষ্ণতা পাবে তুমি। জানি কাঁদতে চাও না, বাস্তব খুব কঠিন, ভরসা রাখো উপরওয়ালার উপর, তিনি সবকিছু সহজ করে দেবেন।
হুম আমিও কষ্ট পাই, কিন্তু যখন তুমি "পাগল একটা" বলে শাসন করো কিংবা আদর করো, তখন আমার সবকিছু বরফ এর মতো গলে গলে পরে।নদী হয়ে যায় বুকটা।
তুমি যেমন আমার নিকোটিন এর কালো ধোঁয়া নিতে পারো না, তেমনি আমিও তোমার কষ্টগুলো নিতে পারি না, পরী.... প্লিজ,শুধু ভালো থাকো তুমি, আর কিচ্ছু চাই না, শুধু তোমার ভালো থাকাটা আমি চাই,
দিবে আমায়?? তোমার হাসিমুখ-খানি.......
প্রকৃতি খুব সুন্দর জানো..... কিন্তু প্রকৃতির সৌন্দর্য আমার সহ্য হয় না, একা একা অনুভব করতে পারি না প্রকৃতিকে, তবুও প্রকৃতি দেখে আমি মুগ্ধ, প্রকৃতির ছোঁয়ায় ছোঁয়ায়, তোমায় কল্পনা করি আমি,
আকাশ-পটে ছবি আঁকি তোমার, তাই আকাশ আমার ভীষন প্রিয়, যখন ঝুম......... বৃষ্টি নামে, তখন আমি তোমার নূপুরধ্বনি শুনতে পাই।
জানো পরী, আজকাল অন্ধকার আমার প্রিয় হয়ে উঠেছে, অন্ধকারে আমি নিজেকে খুঁজে পাই, কোন অভিনয় করতে হয় না তখন, আর দিনের আলোয় নিজেকে চিনতে পারি না আমি, আমি কেমন জানি যান্ত্রিক হয়ে উঠি, নিজেকে বিশাল বড় অভিনেতা মনে হয়, অভিনয়ের আড়ালে নিঃস্তব্ধ আর্তনাদ বয়ে যায় মনে মনে।
হ্যা ভালোবাসি তোমায়। তোমার উপর কখনও মনখারাপ জাগে না আমার, রাগ হয় না আমার,
শুধু অভিমান জমে মাঝে মাঝে, আর তোমার মুখে "পাগল" ডাক শুনার পর সবকিছু ঠিক হয়ে যায় আমার। " ভীষণ তৃষ্ণা.. প্রাণ যায় অবস্থা" এরকম পরিস্থিতিতে পানি পান করলে যেরকম শস্তি পাওয়া যায়, ঠিক এমন অনুভুতি আমি খু্ঁজে পাই.... তোমার ভালোথাকার মাঝে।
তুমি যত দূরেই থাকো না কেন? আমি অনুভব করতে পারি তোমায়, তুমি যেমন হৃদয় দিয়ে হৃদি অনুভব করো, ঠিক তেমন।
আমি তো সবসময় পাগলামি করি না রে পরী, তুমি কাছে আসলে কী যানি হয় আমার, ভিতরটায় আহ্লাদ জেগে ওঠে, আজ যখন তুমি আমায় দেখলে, তোমার অপলক দৃষ্টিতে, আমার ভিতরটায় তখন সাগর বয়ে যাচ্ছিল, আমি কোন কথা বলিনি , চোখ কথা বলেছে তোমার সাথে, আমার চোখে কী কী দেখেছিলে তুমি? সেটা আশা করি চিঠিতে লিখে জানাবে আমায়।
তোমায় দেখতে পাই নি আমি, তুমি ঘরে আঁধার নামিয়ে রেখেছিলে, শুধু তোমার নিঃশ্বাস এর আওয়াজ শুনেছি, নিঃশ্বাসে হৃদধ্বনি পেয়েছি তোমার.....
হ্যা, ঐ নিঃশ্বাসে মিশে ছিলাম আমি।
দেখলে তো, ঠিক বুঝে নিলাম আমি। যদিও প্রকাশ করো নি।
সুঁক্ষ তীঁর.....
বীধে আছে মনে,
দুজনেই...........
অতীত এর কষ্ট নিয়ে ভুগছি,
দুজন দুজনাকে পাবোনা,
দুজনেই জানি,
তবুও গোপন ভালোবাসা
দুজন দুজনার প্রতি।
জানো পরী.....
খুব ইচ্ছে করছে এখন, তোমায় গান শুনাতে।
আমার সব অভিমান আজ উড়িয়ে দিয়েছি গিটারের সুরে সুরে। আমার ভীষণ অভিমান, এটা ঠিক, কিন্তু সেটা হঠাৎ উধাও হয়ে যায়, বেশীক্ষণ থাকে না।
আর কোন অভিমান নেই গো......
আজ আমারর ভীষণ ভালো লাগছে, জানো....
তুমি ভালো আছো, সেটা জেনে।
হুম আমিও ভালো থাকবো, আর শুনো... রোজ চিঠি লিখবে আমায়, আশা করি চিঠিতে তোমার হাসিমুখ দেখতে পাবো।
নিজের যত্ন নিও, সময়মতো ঔষধ খেয়ো।আজ আর লিখব না।ভালো থেকো আর আমায় দিও তোমার হাসিমুখ.........!
তোমার
----------পাগল টা!
লেখা:বাশার।