"শব্দচাষ"
--------------
দিবালোক যখন সন্ধ্যা-আকাশে লীন,
অতঃপর তারাদের ভীরে সন্ধ্যা লুকায়!
চারিদিক কোমল নিরবতা-
কালো ঠোট তখন ব্যাস্ততা ওড়ায়
ততক্ষণে ক্লান্তিরা ধোঁয়ায় ধোঁয়া!
উঁকি দেয় রাতের গভীরতা
নিজেকে খুঁজে ফিরি-
স্বেচ্ছায় হারিয়ে যান্ত্রিক কথ-কতা!
তখন মধ্য-দূপুর
স্ব-রচিত গোপন পৃথিবীতে
যেথায় শব্দেরা জন্মের তাড়নায়
মিছিলে-মিছিলে দাপিয়ে বেড়ায়
আর ঝড় তোলে রক্ত-মাংসে
লাল তরলের শিড়ায় শিড়ায়!
ওরা আমায় ডাকে,
সময়-অসময়ে ডাকে,
অদৃশ্যে ধ্বনিত হয়ে
ওরা বলে ওঠে-
-জন্ম দাও, শুধু জন্ম দাও!!
-তোমায় দেবো অমরত্ব !
ওরা ইশ্বর নয়...
ওরা শব্দ-মালা
শুধু জন্ম চায়...
হুম, জন্ম চায়...!
ওরাই সে কবিতা!!
আর আমি.......!!
হয়তো কবি নই,
আমি তাহাদের আড়ালে
নগন্য এক পাপী মাত্র!