Thursday, March 7, 2019

কবিতা

"সস্তা লাইন"

-------------------


গোপন পৃথিবীতে আমি
সন্ধ্যা নামিয়ে বসে থাকি,
তবুও কপাল ঘরে ফেরে নি!

অতঃপর ঘনিয়ে এলে সন্ধ্যা
ঘর ছাড়িয়া বাহির হইয়া
হুমায়ুনের মতো জোঁসনা
ধরিতে যাই....
তবুও চঁন্দ্রিকা কাছে আসে নি!

শীরোনামহীনের "বন্ধ জানালা",
 আমি দরজা খোলা রেখেছি
তবুও নিশীথিনী ঘরে ফেরে নি!

চার দেয়ালে আঁকা স্বপ্নেরা
কালো পিশাচের মতো
হত্যাযগ্যে মেতে ওঠে...
 ঠিক বুক পকেটের নিচে,
এক মাংস গভীরতায়!

তবুও মন ভাঙি নি..
না হয় শেষমেশ আমি
আঁধারেই রয়ে গেলাম,
সেই মহাকালের আশায় আশায়!

জাগতিক মিছে মায়া শেষে
যেদিন আমি তোমাদের
অদৃশ্যে বিদায় জানাবো,
তবুও আমি জানিনা...
 সস্তা শব্দের গভীরতায়
পৃথিবী আমাকে কতদিন
বাঁচিয়ে রাখবে..!

অতঃপর আবারো সন্ধ্যা নামিয়ে
পৃথিবী অন্ধকার হয়ে যাবে
বন্ধ জানালা খুলে যাবে;
জোঁসনার আলোয় আলোয়!

শেষমেশ সস্তা লাইনের ভিরে-
কপালের ঘরে ফেরা....
সেদিন আমি কোথাও নেই!!

-বাশার

-০৭/০৩/১৯(হীন)

Sunday, February 17, 2019

কবিতা

"শব্দচাষ"

--------------


দিবালোক  যখন সন্ধ্যা-আকাশে লীন,
অতঃপর তারাদের ভীরে সন্ধ্যা লুকায়!

চারিদিক কোমল নিরবতা-
কালো ঠোট তখন ব্যাস্ততা ওড়ায়
ততক্ষণে ক্লান্তিরা ধোঁয়ায় ধোঁয়া!

উঁকি দেয় রাতের গভীরতা
 নিজেকে খুঁজে ফিরি-
স্বেচ্ছায় হারিয়ে যান্ত্রিক কথ-কতা!

 তখন মধ্য-দূপুর
স্ব-রচিত গোপন পৃথিবীতে
যেথায় শব্দেরা জন্মের তাড়নায়
মিছিলে-মিছিলে দাপিয়ে বেড়ায়
আর ঝড় তোলে রক্ত-মাংসে
লাল তরলের শিড়ায় শিড়ায়!

ওরা আমায় ডাকে,
সময়-অসময়ে ডাকে,
অদৃশ্যে ধ্বনিত হয়ে
ওরা বলে ওঠে-
-জন্ম দাও, শুধু জন্ম দাও!!
-তোমায় দেবো অমরত্ব !

ওরা ইশ্বর নয়...
ওরা শব্দ-মালা
 শুধু জন্ম চায়...
হুম, জন্ম চায়...!
ওরাই সে কবিতা!!

আর আমি.......!!
হয়তো কবি নই,
আমি তাহাদের আড়ালে
নগন্য এক পাপী মাত্র!

-বাশার

-১৭/০২/১৯ইং